প্রকাশ : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
চলতি বিপিএলে দলগত লড়াইকে ছাড়িয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে রংপুর-বরিশাল ম্যাচ। চট্টগ্রামে সেই দ্বৈরথ দেখেছিল ক্রিকেট ভক্তরা। আরও একবার সেই লড়াই দেখার সুযোগ পেয়েছে দর্শকরা। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মাঠে নামবে সাকিবের রংপুর এবং তামিমের ফরচুন বরিশাল।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।