প্রকাশ :
।। বিশেষ রিপোর্ট ।।
তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত সজীব কাজীর বাড়িতে স্বজনদের আহাজারি। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৫ জন মাদারীপুরের রাজৈর উপজেলার ও তিনজন গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে লিবিয়ার দূতাবাসের মাধ্যমে তরুণদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে তাঁদের পরিবারে বইছে কান্নার রোল। আদরের সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।