প্রকাশ :
খোদ শেখ প্রাণ শবেবরাতের মাহমেবুদ্ধ হওয়া মানবকল্যাণ ও দেশ গড়ার আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান। তিনি বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানিহানি ও কুস্কার পরিপূর্ণ শান্তি ধর্ম ইসলামের চেতনা ব্যক্তিকে, সমাজে সকলকে জীবন যাপন করতে হবে।
এ রাত ঈশ্বরপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। তিনি বলেন, মহান আল্লাহতায়ালানীতি শবেবরাত রাত্রিকে অনন্য মর্যাদা ব্রাসুল। হাজার ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তর। এই রাতের সতর্ক অশেষ রহমত ও নিয়া মত হয়। প্রতীক এই রাত ইবাদত-বন্দেগী’র মাধ্যমে আমরা মহান নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগরাত।
প্রতিষ্ঠিত এই ব্যক্তিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও গ্রুপ জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, শান্তি ও কল্যাণ কামনা করেছেন। তিনি বলেন, ‘মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।