প্রকাশ :
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় মহিলা পার্টির নেতাদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।মা সমতুল্য রওশন এরশাদের সঙ্গে জিএম কাদের বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।
মামুনুর রশীদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের (জাতীয় পার্টি) সঙ্গে লীলাখেলা খেলেছেন জিএম কাদের। তাকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।সভায় রওশনপন্থি জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে ৯ মার্চ সম্মেলনের মাধ্যমে সারাবিশ্বকে জানিয়ে দেওয়া হবে।