প্রকাশ :
নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা, তার পিতা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন চক্রবর্ত্তি, নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডুসহ আওয়ামীলীগও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানায় মামলা নং-১০। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহিরগ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, , শর্টগান,বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্বক অস্ত্রা নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তার থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্তু বেআইনী সমাবেশ করে। ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রজনতা অভিভাবকসহ সাধারণ মানুষ স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামীরা জোটবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে। এসময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম গুরুতর যখম হয়। এছাড়া বোমার আঘাতে অনেকে আহত হয়। তাদের ইট-পাটকেলেও অনেকে আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।