প্রকাশ :
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বহন করে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য জাতীয় পতাকাবাহী ২০টি গাড়ি প্রস্তুত রয়েছে। এরমধ্যে একটি বিএমডব্লিউ গাড়ি আছে৷
বৃহস্পতিবার (৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে পার্কিং জোনে রাখা হয় গাড়িগুলো।সচিবালয় থেকে জানা গেছে, পরিবহন পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা হয়েছে। এ গাড়িগুলো বিকেলের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন।তবে এরইমধ্যে প্রস্তুত থাকা ২০টি গাড়ির মধ্যে, ১৫টি গাড়ি সচিবালয় ছেড়ে গেছে বঙ্গভবনের উদ্দেশে। কোন গাড়ি কোন উপদেষ্টার বাসায় যাবে, সেটি নির্ধারণ করা হবে বঙ্গভবনে। সেখান থেকে প্রতিটি গাড়িতে একজন করে প্রতিনিধি যাবেন বঙ্গভবনে।
ঢাকা মেট্রো -ভ ১১-১৯৫১ এ নম্বরের বিএমডব্লিউ গাড়িটি নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টার জন্য।এদিকে মঙ্গলবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ রাত ৮টায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে।