প্রকাশ :
।। মাহমুদ মিঠু ।।
শাকিব খানের তুফান সিনেমা ১০০ কোটি টাকা ইনকামের টার্গেট নিয়ে ঘোষণা দিলো। শাকিব খানের নতুন মুভি ঘোষণা চলেই আসছে তার নাম তুফান।
অলরেডি তুফানের ফাস্ট লুক পোষ্টার কাপিয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের দুইটা প্রযোজনা সংস্থা এবং কলকাতা স্বনামধন্য প্রয়োজনে সংস্থা এসপিএ ফের কলাবরেশন এই অ্যাকশন মুভিটা মুক্তি পেতে যাচ্ছে। যেটা পরিচালনা করবেন রায়হান রাফি।
রায়হান রাফি এই মুভিটি নিয়ে জানান তিনি শাহরুখ খানের জাওয়ান এর মতো সিনেমা নির্মাণ করতে চেয়ে ছিলেন।কিন্তু এই তুফান সেটাই আভাস। তিনি আরো বলেন আমাদের দেশের সব ধরনের সিনেমা নির্মাণ হলেও প্রোপার অ্যাকশন ড্রামা মিলিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে না। এবার তুফান মুভিতে ভারতের সিনেমার মতো
প্রোপার অ্যাকশন থাকবে প্লাস ড্রিফেন স্টরি থাকবে। যেটা একটা অন্যরকম ম্যাজিক ক্রিয়েট করবে এবং শাকিব খানের লুক নিয়ে তিনি বলেন শাকিব খানের লুক টেস্ট চলছে এই মুভি র্আট পোস্টারে।
যদি কোন লুক রয়েছে অনেকটা সেরকমই লুক রাখার ট্রাই করছেন তারা। এমনকি সাউথ সিনেমার নায়কদের যেমন লুক থাকে সেই ধাচের সে রকম একটা লুক থাকবে। শাকিব খানের এই সিনেমায় এবং এই মুভি নিয়ে রায়হান রাফি ও শাকিব খান এতটাই আশাবাদী। যে তারা দুজনেই জানিয়েছেন বাংলা সিনেমা দিয়েও ১০০ কোটি টাকা আয় করা সম্ভব। ইন্টারন্যাশনাল মার্কেট দিয়ে প্লাস আমাদের দেশে যদি আরো হল সংখ্যা বাড়ে,
তাহলে এই ১০০ কোটি টাকা ইনকামের পসিবিলিটি আরো বেড়ে যাবে।
এমনকি তারা আশাবাদী হয়তো তুফান এই মুভিটা থেকেই বাংলাদেশের সিনেমা যে ১০০ কোটি টাকা হতে পারে সেটার একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মুভিটা২০২৪ এর ঈদুল আযহাতে আমরা দেখতে পাব। তবে একটা বিষয় কি জানেন ২০২৪ সাল কিন্তু পুরোপুরি শাকিব খান থাকবে একদম।