প্রকাশ :
ঈদের বাকি ১০দিন। মুক্তির তালিকায় রয়েছে ১০টির মতো ছবি! তবে মুক্তির অপেক্ষায় থাকা এতো ছবির ভিড়ে সিনেমা হল মালিকদের চাহিদা ও দর্শক চাহিদার তুঙ্গে সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখে এবং বেশকিছু সিনেমা হল মালিকদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে মুক্তির ১০ দিন আগেই শাকিবের ‘রাজকুমার’ ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যা রীতিমত অবাক করা বিষয়!
সোমবার (১ এপ্রিল) থেকে সিরাজগঞ্জ জেলার রুটস সিনেক্লাব সিনেমা হলে সকাল থেকে ‘রাজকুমার’ এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।