প্রকাশ :
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ২০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
রোববার (৩ মার্চ) জাবালিয়া শরণার্থী শিবির এবং সাফতাউই এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, এই বিমান হামলার পর ২০ জনের মৃতদেহ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।