প্রকাশ :
ঢাকা মহানগর উত্তর এর ৯৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের একজন ত্যাগী জনপ্রতিনিধী ও আওয়ামীলীগের সক্রীয় নেতা জনাব মো শাহীন হাসান যিনি
দীঘ দিন থেকে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রীয় ওয়ার্ড সন্মেলনে ছিল যার বলিষ্ঠ অবদান তিনিই হচ্ছেন শাহীন হাসান
তিনি বলেন প্রথমেই জাতীর পিতা বঙ্গবন্দ্বু নিকট শ্রদ্বা জানাই এবং তারই সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ কৃতঞ্জতা জানিয়ে আমি বলতে চাই আজ সবাংলাদেশে যে উন্নয়ন সব তারই অবদান এই আবদানে শরিক হতে পেরে নিজেকে গবিত মনে করছি । আমাদের পরবতী প্রজন্ম পাবে সুন্দর ভবিষৎ । তারই নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ । এই আশাই রাখি