প্রকাশ :
আবারো নিরড়মাত-অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব খান আসছে ‘রাজকুমার’ নিয়ে । আগামী ঈদুল ফিতরে আসবে রাজকুমার সিনেমাটি । হিমেল আশরাফ তার একটি ফেসবুক পোস্টে বলেন, “গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে ।আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙ্গে দেবে ‘প্রিয়তমার’ সকল রেকর্ড ।
‘রাজকুমার’ সিনেমাটিতে সুপারস্টার শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ।
প্র/শা/ অভিশেক/ ০১-০৪-২০২৪