প্রকাশ :
গাজা উপত্যকা, ফিলিস্তিনী অঞ্চল, ৩০ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক): ইসরায়েলেী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার গাজায় যুদ্ধবিরতির নতুন করে আলোচনা শুরু করার সবুজ সংকেত দিয়েছেন।
গাজায় ভয়াবহ পরিস্থিতিতে থাকা নাগরিকদের কাছে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলকে বিশ্বের শীর্ষ আদালতের নির্দেশের একদিন পর নেতানিয়াহু আলোচনা নতুন করে শুরুর অনুমোদন দিলেন।
এদিকে অতিসম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো সত্ত্বেও অবরুদ্ধ গাজায় লড়্ইা আরো তীব্র হয়েছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতরাতে ইসরায়েলের হামলায় বেশ কিছু লোক প্রাণ হারিয়েছেন।