প্রকাশ :
অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিয়ে জাতীয় দলে ফেরার সিদ্বান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি অভিমান করেই ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমির। অবসরের চার বছর পর আবারও জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষনা দেন আমির। তিনি বলেন, ‘আমি এখনও পাকিস্তানের হযয়ে খেলার স্বপ্ন দেখি। জীবনে মাঝেমধ্যে কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। আমার ও পিসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। যা থেকে মনে হয়েছে দলে আমাকে প্রয়োজন এবং এখনও পাকিস্তানের হয়ে খেলতে পারি।’
প্র/শা/অভিষেক