প্রকাশ :
আজ, চতুর্থ দিনের শুরুতে শ্রীলংকার পেসার কাসুন রাজিথার শিকার হয়ে ৬ রানেই থেমে যান তাইজুল। দলীয় ৫১ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ক্রিজে মোমিনুলের সঙ্গী হন মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৬৬ রান যোগ করেন তারা।
দলীয় ১১৭ রানে সপ্তম ব্যাটার হিসেবে রাজিথার বলে আউট হন ৬টি চারে ৩৩ রান করা মিরাজ।
এরপর শরিফুল ইসলামকে নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান মোমিনুল। ৬টি চারে মোমিনুল ৪৬ ও শরিফুল ৩ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার বিশ^ ফার্নান্দো ও কাসুন রাজিথা ৩টি করে উইকেট নেন।