প্রকাশ :
রামাল্লা (ফিলিস্তিনি অঞ্চল), ২১ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলী বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা সৈন্যদের জন্য ‘হুমকি’ ছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী মধ্যরাতের পরপরই পশ্চিম তীরের উত্তর-পশ্চিমে তুলকারম শহর সংলগ্ন নূর শামসের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অভিযান চালানোর কথা জানায়।
তারা এক সংক্ষিপ্ত বার্তায় আরো বলেছে, অভিযানকালে সামরিক বাহিনীর জন্যে তাৎক্ষণিক হুমকি তৈরি করায় দু’জন সন্ত্রাসীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।