প্রকাশ :
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শুক্রবার ঘূর্নিঝড় 'ফেনজল'-এ পরিণত হয়েছে। আইএমডি-র রিপোর্ট বলছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের কাছে অবস্থান করছে। শনিবারই সম্ভবত 'ল্যান্ডফল' হবে।ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির একাধিক অংশে। হাওয়া অফিস তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি-র তরফে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়।