নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

পররাষ্ট্র উপদেষ্টা কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারে তরুণদের ভূমিকা তুলে ধরলেন

ডেক্স নিউজ

প্রকাশ :


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক সংস্কারে তরুণদের ভূমিকা তুলে ধরেছেন।

পরারাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষুদ্র দ্বীপ দেশ সামোয়ার রাজধানী আপিয়ায় গত ২১-২৬ অক্টোবর অনুষ্ঠিত ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে সদস্যভূক্ত দেশগুলোর ১.৫ বিলিয়ন তরুণদের টেকসই ভবিষ্যত গড়ার নিমিত্তে তরুণদের অধিকতর সম্পৃক্ত করার ওপর আলোকপাত করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ।  

আজ ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট নিরসনে কমনওয়েলথ নেতাদের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানান।

আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে আয়োজিত এই সম্মেলন বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক কারণে বিশেষ গুরুত্ব বহন করে।

কমনওয়েলথ’র প্রধান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ২৫ অক্টোবর ‘এক স্থিতিস্থাপক অভিন্ন ভবিষ্যত: আমাদের কমনওয়েলথের রূপান্তর’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ২৫ অক্টোবরে সরকার প্রধানদের নির্বাহী অধিবেশনে বক্তব্য রাখেন। এছাড়াও তৌহিদ হোসেন ২৬ অক্টোবর সরকার প্রধানদের পশ্চাদপসরণের ওপর বক্তব্যে উপস্থাপন করেন।

তিনি বাংলাদেশের সাম্প্রতিক স্বৈরাচারী সরকার পরিবর্তনের পটভূমি এবং পরিবর্তন আনয়নে তরুণ প্রজন্মের ত্যাগ ও অবদেন তুলে ধরে টেকসই ভবিষ্যৎ গড়ার নিমিত্তে কমনওয়েলথের ১.৫ বিলিয়ন তরুণদের অধিকতর সম্পৃক্ত করার বিষয়ে আলোকপাত করেন। তিনি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস ্যা সমাধানে কমনওয়েলথ নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে নেতারা বৈশ্বিক অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ নিয়ে অলোচনা করার পাশাপাশি সদস্য রাষ্ট্রসমূহের নিজেদের মধ্যে অধিকতর যোগাযোগ, বাণিজ্য ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সহযোগিতা জোরদারের বিষয়ের ওপর আলোচনা করেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত