নোটিশ
পরিক্ষামুলক সম্প্রচার ।। Test AiR ।। পরিক্ষামুলক সম্প্রচার ।। একটি নিউজ মিডিয়া হাউজের জন্য অফিস এডমিন পুরুষ-মহিলা আবশ্যক ।। কাজের বিবরণী লামিয়া রিত্রুুটিং এজেন্সীর একটি প্রতিষ্ঠান ( বিবিএন নিউজ ) জন্য কিছু স্যংখক পুরুষ - মহিলা অফিস এডমিন নিয়োগ করা হবে । সকাল ৯টা থেকে ৭ টা এইচ এসসি / স্নাতক ১) অফিস ম্যানেজ করা ২) অফিসিয়াল মেইল চেক করা/ মেইল করা / ফেইসবুক নটিফিকেশন চেক করা ৩) কাস্টমার রিলেশন করা ৪) ফোন কল রিসিভ করা ৫) নিউজে ভয়েস ওভার জানলে বিশেষ যোগ্যতা হইবে । যোগাযোগ : হেড অফ নিউজ : 01997301375 সৈৗদিতে নিজের ক্যারিয়ার গঠন করতে চান ? বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্বা হতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন ঢাকার প্রাণ কেন্দ্র রামপুরাস্থ মেসার্স লামিয়া ওভারসীজের সাথে, ফোনে যোগাযোগ করতে 01972881111 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি করা এ পোর্টালের নাম দেওয়া হয়েছে ‌'রেড জুলাই ডট লাইভ' । এখন থেকে বিবিএন নিউজ পরিবার রেড টু জুলাই এর সাথে কাজ করবে । www.redjuly.net

মস্কো থেকে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহার : সিউলে রুশ রাষ্ট্রদূতকে তলব

ডেক্স নিউজ

প্রকাশ :


ইউক্রেনে মস্কোর যুদ্ধকে সমর্থন দেয়ার জন্য হাজার হাজার সৈন্য পাঠানোর পিয়ংইয়ংয়ের সিদ্ধান্তের কঠোর সমালোচনার জন্য দক্ষিণ কোরিয়া সোমবার সিউলে
রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
উত্তর কোরিয়ার স্পেশাল ফোর্সের প্রায় দেড় হাজার সৈন্য ইতোমধ্যে রাশিয়ায় রয়েছে। সিউলের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানিয়েছে, শিগগির এসব সৈন্য সন্মুখ সারিতে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আরো অতিরিক্ত সৈন্য রাশিয়ায় প্রবেশ করবে। দেশের বাইরে পিয়ংইয়ংয়ের সেনা মোতায়েন এটাই প্রথম ঘটনা।
দক্ষিণ কোরিয়া দীর্ঘ দিন থেকে দাবি করে আসছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য পরমাণু সশস্ত্র উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় প্রবেশ করছে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে গত জুন মাসে কিম জং উনের একটি সামরিক চুক্তি স্বাক্ষরের পর এসব সৈন্য মস্কোতে প্রবেশ করেছে।
দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী কিম হং-কাইয়ুন রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে বলেছেন, ‘সিউল সাম্প্রতিক সময়ে মস্কোতে উত্তর কোরীয় সৈন্য পাঠানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।’
কিম দক্ষিণ কোরিয়ায় রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে বলেছেন, ‘এ ধরনের উদ্যেগ শুধু দক্ষিণ কোরিয়া নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ও গুরুত্বপূর্ণ হুমকি।’
তাছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপগুলো নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।’

Share

আরো খবর


সর্বাধিক পঠিত