প্রকাশ :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করায় সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কারও শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হটলাইন চালুর তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপক্স (মাঙ্কিপক্স) একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি দেখা দিতে পারে, লিমফ নোড ফুলে যেতে পারে এবং জ্বর আসতে পারে।
মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে।