প্রকাশ :
।। মাহমুদ মিঠু ।।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে। গত ২৪ মার্চ যেসব যাত্রী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছিলেন তারা আজ গন্তব্যে যাচ্ছেন। তবে প্ল্যাটফর্মে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি। অনেকটা স্বাচ্ছন্দ্যেই যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন।
অপরদিকে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্টেশনে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, আজ প্রথম দিন তেমন কোনো ভিড় ও ঝামেলা নেই। সকাল থেকে যাত্রীরা অন্য স্বাভাবিক সময়ের মতোই স্টেশনে প্রবেশ করে গন্তব্যে যাচ্ছেন। তবে কোনো প্রকার টিকিট কালোবাজারির সুযোগ নেই।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন যাত্রার ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৬ মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়েছে।এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে দেওয়া হবে।