প্রকাশ :
জাতিসংঘ সুদানে বিপর্যয়কর অনাহারের ঝুঁকি এড়াতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে দেশটির লড়াইরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার জাতিসংঘের নথি থেকে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে প্রায় এক বছর ধরে চলা লড়াইয়ের কারণে দেশটির প্রায় ৫০ লাখ লোক ভয়াবহ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
গত বছরের এপ্রিল থেকে সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলোর মধ্যে লড়াই চলছে। এতে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। অবকাঠামো ধ্বংস হয়েছে ব্যাপকভাবে এবং অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে।