প্রকাশ :
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়েছে। ফলে দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে। বুধবার (১৩ মার্চ) মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৩৫২-৬৫ ভোটে বিলটি পাস হয়। খবর বিবিসি।যদিও পাস হওয়া এই বিলটি যুক্তরাষ্ট্রে এখনও পুরোপুরি আইনে পরিণত হয়নি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাসের পর এখন বিলটিকে প্রথমে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে পর্যালোচনা, যাচাই এবং পাস হওয়ার পর হোয়াইট হাউসে পাঠানো হবে সেটি। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর পুরোপুরি আইনে পরিণত হবে সেই বিল।