প্রকাশ :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে রাজত্ব করেছে রংপুর রাইডার্স। কিন্ত টানা দুই কোয়ালিফায়ার হেরে শিরোপা লড়াই থেকেই ছিটকে যায় তারা।
অন্যদিকে প্লে-অফে উঠার শঙ্কায় থাকা ফরচুন বরিশালের ঘরেই উঠেছে বহুল কাঙ্ক্ষিত শিরোপা। ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার তামিম বাহিনীকে অভিনন্দন জানিয়েছে সাকিব আল হাসানের রংপুর।ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও এক পোস্টে বরিশালকে অভিনন্দন জানায় রংপুর।