প্রকাশ :
চলতি বছরে এখনও মাঠেই নামেনি আর্জেন্টিনার মূল দল। তবে সুসংবাদের বন্যা বইয়ে দিয়েছে বয়সভিত্তিক দল। ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লে আলবিসেলেস্তেরা। ফলে সেখানে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে। তবে শিরোপা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটির।
এদিকে চলতি মাসে চীনে দুটি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। ম্যাচ দুটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে ম্যাচ দুটি প্রস্তুতির শেষ সুযোগ ছিল দলটি। শঙ্কা জেগেছিল, কোনো ম্যাচ না খেলে কোপায় মাঠে নামার।তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে কোপা আমেরিকার আগে চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।গেল সপ্তাহে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করলো তারা। আগামী জুনে ম্যাচ দুটি খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।